ঝঞ্ঝা ,প্লাবন ,আসুক যতই টলবো না ভাই টলবো না ,
বিপদ ,বাধা ,যতই আসুক ,ঘরের কোণে থাকবো না ।


ধর্ম হতে ,কর্ম বড় ,কথায় বড় হবনা ,
একই  রক্ত শিরায় শিরায় ,ভিন্নিভেদ করবো না ।


সব কর্মই সমান রে ভাই  ছোট বড় বাছবো না ,
শরীরে  খেটে কর্ম করে ভুখা -পিয়াসে থাকবো না  ।


গায়ে গতরে খাটবো মোরা অলস হয়ে থাকবো না ,
চষবো জমি ফলবে ফসল ,না খেয়ে আর মরবো না ।


ভুখে  থাকবো ,ভুখা  খাটবো ,তবু পরাধিনতা মানবো না ,
ভাই ভাই থাকবো মোরা একে অপরকে ভুলবো না ।


ধর্ম থেকে মানুষ বড় এই কথাটা  ভুলবো না  ,
জন্ম থেকে কর্ম বড় জাতি ,ধর্ম ,মানবো না  ।


একই মায়ের সন্তান মোরা ,সবাই ভাই ভাই ,
জাতি  ধর্ম ভেদাভেদ  মনেতে  দেবোনা ঠাঁই  ।


       🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷


রাত্রি ৮:০৫ মিনিট ।
২৫ /১১/২০১৯ সোমবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।