কপালের লেখা যা' আছে সেতো হবেই  তা',
প্রিয়জন স্নেহেরভাজন বোঝেনা ছেড়ে থাকার ব্যথা ।
স্নেহ মমতা ভালোবাসা হৃদে গাঁথা হারানোর স্মৃতি ,
সন্তানেরা বোঝে শুধু সুখ সম্পদ আর সুখ্যাতি ।
ক্ষনে ক্ষনে কত আশা কল্পনার স্বপ্ন এঁকেছি স্মৃতিকোণে ,
একে একে সকল স্বপ্ন আশা হারিয়ে যায় সঙ্গোপনে ।
মাতা পিতা দুইজনে  হারিয়ে গেলো মৃত্যুর মিছিলে ,
শুধু স্নেহ  মমতা ভালোবাসার স্মৃতিখানি গেলো ফেলে ।
কেউ বা হারিয়ে যায় অত্যধিক স্নেহ ভালোবাসার ফলে ,
কেউ বা হারিয়ে যায় অসৎ সঙ্গ কূসঙ্গ সঙ্গী হলে


পথ পার্শ্বে বসে ফেলে বৃদ্ধ বৃদ্ধা নয়নের জল ,
জিজ্ঞাসিলে উত্তর আসে "সবই মোদের কর্মফল ।
বুকে কত আশা বেঁধে লালন পালন করেছি সন্তানে ,
দেখেছি কত সুখ স্বপ্ন বিছানায় শুয়ে দিবা জাগরনে ।
বেঁধেছি মনে আশা দেখেছি কত সুখ স্বপ্ন সারাক্ষণ ,
বড় হবে মানুষ হয়ে সন্তানেরা তখন  করবে দুঃখ নিবারণ ।
কত শত সুখ স্বপ্ন যত মনে মনে পুষেছি মনের মণিকোঠায় ,
ভাগ্য মোর আজ এনে দাঁড় করালো বৃদ্ধাশ্রমের কাঠগড়ায় " ।


      ×××××××××××××××××××××××××××××××
বেলা - ১১ : ৪২ মিনিট ।
২৭ / ১২ /২২ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।