(২০২০ সালে লকডাউনের সময় এই চরিত্রের মানুষের উলঙ্গ চরিত্র ফুটে উঠে কাব্যের কলমে ।)


এ ভবরোগ যন্ত্রণা শরীরে আর সয়না ,
কি ভাবে হবে নিরাময় উপায়ের পথ পাইনা ।
সবকিছুর হয় মুক্তি রোগের মুক্তি কেন হয়না ,
ভেতরের যন্ত্রণা কেউতো বাইরে দেখে বুঝবেনা ।
আমায়  নিয়ে ব্যস্ত সদাই সব সন্তানেরা ,
সদা আতঙ্ক পিছে ধায় ভয় যে দূর হয়না ।
তনয়া ভাবিছে সদাই মাতৃ আরোগ্যের কথা ,
সদা চিন্তিত  দেখি তারে হৃদয়ে লাগে ব্যাথা ।
দীর্ঘদিন রোগ ভুগান্তি মনে জাগে সদা অশান্তি ,
জানিনা আর কতদিন রোগ হ'তে পাবো মুক্তি  ।
এই রোগের মহিমা শেষ কবে নেই ঠিকানা ,
দেহেতে পশিয়া মেটায় সাধ তার এই বাসনা ।
কতজন ডাক্তার কতসব পরীক্ষা ঔষধ পত্র ,
কতদিনে ত্বরাবে হরি এসব কেবল নিমিত্ত মাত্র ।
ডাকি তোমায় সদা হরি দাও আমায় মুক্তি করি,
চতুর্দিক শূন্য হেরি  কোথায় তুমি দেখা দাও হরি ।
অসময়ে পালিয়ে স্বামী অসুবিধায় পড়ি আমি যখন ,
নিজে অসুবিধায় পড়ে স্বার্থ চরিতার্থ লাগি ফিরে
                                              সে রতন ।
না আছে দায় দায়িত্ব কর্তব্যবোধ কেবল সে স্বার্থপর ,
জ্বরা ব্যধির ভয়ে সুখের কমতি হলে তখনই আসে ঘর ।
            ×××××××××××××××××
সকাল - ৮ : ৫৫  মিনিট ।
২৪ / ১১ / ২০২০ শুক্রবার ।
কেরাণীটোলা = মেদিনীপুর ।