শয়নে ঘুমঘোরে স্বপনে দেখি ,
চুপিসারে মোর ঘরে কে এলে একাকী ।
পরিধানে পট্টবস্ত্র আলতা পেড়ে শাড়ী  ,
স্বর্ন বলয় ,শ্বেত শঙ্খ ,পলা হাতে লাল চুড়ি ।
সিঁথিতে সিন্দুর বিন্দু কপোলে লাল টিপ ,
কাজল কালো দুটি চোখ যেন সন্ধ্যা প্রদীপ ।
পিঠে ফেলা এলোচুল  তাতে যুঁই মালা  ,
অধরে মধুর হাসি যেন ভূবন আলা  ।
দু'কানে সোনার দুল দুলে গলে স্বর্ন হার ,
বাহুতে বাজুবন্ধ আর হাতে মানতাসার বাহার ।
গলাতে আঁটা চিক্ বক্ষোপরি  দোলে ললন্তিকা ,
মাথায় টিকুলি আর ভালেতে টায়রা শোভে কিবা মনলোভা ।
কটি'পরে কটিবন্ধ শাড়ী'পরে করে ঝলমল ,
পদ যুগলে ঝমঝম বাজে পায়ের মল ।
অধরে লিপস্টিক আঁকা আলতা রাঙানো দু'টি পায় ,
আলতো পায়ে সাজানো পূজার ডালি ঠাকুর ঘরে যায় ।
মিষ্টি মধুর গন্ধে সারা ঘরময় সুরভিত ,
করপুটে  ঠাকুরের সম্মুখে হয়ে অবনত ।
কেগো তুমি পূজারিনী  ঠাকুরঘরে এলে ?
কৃপাময়ী কৃপা করে হেথা কি আসিলে !
চক্ষু জুড়ায়ে গেল মন হল আনন্দিত ,
কে তুমি এলে গো ঘরে দ্বার অবারিত ।
চিনি চিনি মনে করি চিনিতে না পারি  ,
কে তুমি  বর্ষিত কর আনন্দের বারি  ?


       **************
রাত্রি -৮:০০ টা ।
১৬ /০৪ /২০২০ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।