স্বপ্নে দেখি কোথায় যেন ঘোড়ায় চড়ে আমি ,    
  সঙ্গে করে মাকে নিয়ে ঘোড়া ছুটিয়ে যাচ্ছি কোথায় জানি ।
যাচ্ছি আমি ঘোড়ায় চড়ে বন্ধুক ধরে হাতে ,
          কে আছ কোথায় সরে দাঁড়াও সরে যাও তফাতে ।
ছুটছেঘোড়া দূর অজানায় সাগর পারের কোন সীমানায় ,
            স্থাবর জঙ্গম পাহাড় নদী অনায়াসে পার হয়ে যাই ।
হঠাৎ দেখি ব্যাঘ্র মশায় হালুম হুলুম করে ,
          চোখ পাকিয়ে লেজ গুটিয়ে আসছে যেন তেড়ে ।
পশুর রাজা সিংহ মশায় কেশর নাড়া দিয়ে ,
                বনমধ্যে রাস্তার উপর আসছে ধেয়ে ধেয়ে  ।
আমি রেগে বললাম তারে সাবধান ! এগিওনা এধারে ,
                  কেন বাপু প্রাণ খোয়াবে  বন্ধুক মারবো ছুঁড়ে ।
খানিক দূরে যেতেই দেখি লাঠি সড়কি হাতে  ,
                   হা-রে-রে-রে ডাকাত আসে আমারই সাক্ষাতে ।
গলা উঁচিয়ে আমি বললাম আরে সবে তফাতে যাও  ,
                   হাতে আমার বন্ধুক আছে দেখতে কি না পাও ?
ডাকাত দলের সাথে আমার বাধল ভীষণ রণ ,
                    বনমধ্যে চললো লড়াই কাঁপছে সারা বন ।
এমনি সময় মায়ের ডাক সহসা এলো কানে "সোনামণি "!
                  উঠে পড়ো ভোর হলো যে স্কুলে যাবেনা তুমি ?
মায়ের ডাকে অমনি আমার ঘুমটা ভেঙ্গে গিয়ে ,
                    চেয়ে দেখি বিছানার উপর আছি আমি শুয়ে  ।


       *********************
বিকেল ৪:২২ মিনিট ।
১৯/০৬ /২০২০ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।