ক্ষোভে  হয়ে ঔদ্ধত্ব ,
না বুঝে কিবা ভালো কি মন্দ ,
ভুলে  লঘু গুরু সম্বন্ধ ,
হারিয়ে সবকিছু আনন্দ ।
            কি হবে করে পূজা অর্চ্চনা ,
             ক্রোধে ক্ষোভে  যাস মূর্চ্ছনা ,
            এই কেমন মাতৃ আরাধনা ,
            প্রত্যেককে করিস অবমাননা ।
নিজ মালিকানা করতে জাহির ,
বিবেচনা হারিয়ে ক্রোধে অস্থির ,
মন চঞ্চল ক্রোধে অটল স্থির ।
ক্রোধে হয়ে উন্মত্ত অন্ধ অধির ।
                   আপন পর না ভাবিলি ,
                   হরষে বিষাদ আনিলি ,
                   একি তোর খাম খেয়ালি ,
                    ভালো মন্দ জ্ঞান হারালি ।
পরিবেশ দূষনে হয়ে দুষ্ট ,
করেছিস বিবেক বুদ্ধি নষ্ট ,
হয়ে নিজ স্বার্থে অভীষ্ট ,
বন্ধু বান্ধব আপনজন পায় কষ্ট ।
                         হয়ে ক্রোধে উন্মত্ত ,
                          অপরকে দিলি আনন্দ,
                         ভাবলো এতোদিনে হলো করায়ত্ব,
                          ঘটনা ঘটেছে মনের মতো ।
  
     *****************************
রাত্রি - ৭ : ৪৫ মিনিট !
০৬ /০৭ /২২  বুধবার !
কলকাতা !