কিসের অহংকার তোমার কিসের অহংকার ,
বিদ্যা বুদ্ধি ,বলশক্তি ,অর্থকড়ি ,আছেতো সবার  ।
কারো কিছু কম আর করো কিছু বেশী তাতে কিছু
নাহি আসে যায় ।
সেই অহংকারে জ্ঞান বুদ্ধি মনুষ্যত্ব হারিয়ে মানুষ
চিনলেনা  তায় ।
সৎকর্ম ,সৎবুদ্ধি ,ধর্ম জাতি কুল শীল মান সব ক্ষয়ে যায় ,
মানুষ জনমিয়ে তুমি মনুষ্য কর্ম কিছুই না করিলে হায় ।
সৎকর্ম ,সৎচিন্তা ,সৎমতি ,যদি থাকে তোমার ,
স্নেহ ,শ্রদ্ধা ভক্তি , মানুষকে ভালোবাস আবার  ।
অহংকার মোহে অন্ধ হয়ে মানুষকে পারনি চিনিতে ,
চিন্তা কি করেছো কভু তোমার কিবা আছে অন্তিমেতে ।
ধন জন বলশক্তির অহংকার করেছিল মহামানী দুর্যোধন ,
সভাসদ মধ্যে তাই দুঃশাসন করেছিল দ্রৌপদীর বস্ত্র হরণ ।
ভক্তিমতী দ্রৌপদীকে অলক্ষ্যে বস্ত্র যোগাইলেন নারায়ণ ,
সতী দ্রৌপদীর কুলশীল ,লজ্জা ,মান ,রক্ষিলেন আপনি জনার্দ্দন ।
মহামানী কৌরব বংশ ধ্বংশ হইল অহংকার তরে ,
সময় থাকতে সংযত হও ত্যাগ কর গর্ব অহংকারে ।
অতিদর্পে হত লঙ্কা হয়েছিল মদনোমত্ত  রাবনের তরে ,
বনমধ্যে সন্ন্যাসী বেশে হরেছিল একাকিনী সীতারে ।
ধন যৌবন অর্থ বলশক্তি থাকেনা সবার চিরকাল ,
আজ যে রাজা ধীরাজ কর্মদোষে ভিক্ষারী হয় কাল ।


        *********************
রাত্রি - ৯:৩৫ মিনিট ।
১১ / ০৮ /২০২০ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।