কমেছে সভ্যতা ভদ্রতা আতিথেয়তা ,
মনের মিল নেই বেড়েছে বৈরীতা ।
করুণা দান ধ্যান আর নেই হেথা  ,
কমেছে মনের আকুলতা ব্যকুলতা ।


হ্রাস হয়েছে টান স্নেহ শ্রদ্ধা ভক্তি ,
হারিয়ে গেছে সহ্য ধৈর্যের শক্তি ।
এসেছে পরস্ব হরণে আশক্তি ,
বেড়েছে পরচর্চা পরনিন্দায় মতি ।


স্বাধীনতা আজ স্বেচ্ছাচারিতার কবলে ,
চালাকিতে কাজ হাসিল মন ভরে তুলে ।
আপন সংসার নিয়ে ব্যস্ত স্বজনদের ভুলে ,
বিবেক কর্তব্য স্নেহ ভালোবাসা রসাতলে ।


লোক ঠকানো কৌশল দৃষ্টির আড়ালে ,
দাঁড়িবাজি ভেজালে মন ভরে কৌশলে ।
বাসিপচা খাবার গোঁজামিলে টাটকা বলে,
খিদের জ্বালায় মানুষে খায় উপায় না পেলে ।


        *****************
সন্ধ্যা- ৬ : ২০ মিনিট ।
০৫ / ০৯ / ২৩ মঙ্গলবার ।
কোলকাতা ।