চল যাই সেই কাননে  ,
যেথা কৃষ্ণলালা রাধা সনে ।
রাধা ছিলো কৃষ্ণ আরাধনে ,
সেথা জটিলা কুটিলা হেরে -
   কৃষ্ণ নয় কালী নিধুবনে  ।


ভুবন মোহন কালা ,
নিধুবন করেছে আলা ,
হেরে জুড়ায় মনের জ্বালা ,
বনমালী গলে সাজে বনমালা  ।


তমালডালে যমুনা পুলিনে ,
গোপিনীর বস্ত্র চলিল হরণে ।
গাগরী ভরনে চলে বিনোদিনী  ,
সবে বলে রাধা কলঙ্কিনী  ।


যেই শ্যামা সেই শ্যাম  ,
শ্যামা শ্যাম কৃষ্ণ রাম নাম ,
তিনিই একই অদ্বীতিয়ম
ডাকে কেবল ভিন্ন নাম  ।


কৃষ্ণ তুমি কৃষ্ণার সখা ,
বিপদে তারে করলে রক্ষা ।
ওগো  বিপদতারণ  সখা ,
অন্তিমেতে দিওহে দেখা ।


***************
সন্ধ্যা - ৭ :৪০ মিনিট ।
০৮ / ০৮ /২০২০ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।