কুলবতীকন্যা কালার সনে প্রেম করিয়া কুল যে খোয়ালে ,
" কৃষ্ণ" নামের কলঙ্কের মালা গলায় পরিলে..............
রাই তুই যে  রসের বিনোদিনী প্রেমে করিল  নীলমণি ,
প্রেম করে পালিয়ে গেলো তুই  হইলি  কৃষ্ণকলঙ্কিনী ।
প্রেমের আক্ষর রসিক নাগর  প্রেম করে পালিয়ে গেলে ,
তার গুনের কথা কাহারে তুই কইতে নারিলি  -
                                 ভাসিস সদা নয়ন জলে  ।


রসিক নাগর শ্যাম নটবর তমালতলে করে থানা  ,
যত ব্রজবালার বস্ত্র হরে তমালের ডালে রাখে কান্হা ।
জটিলা কুটিলা বলে শোনরে আয়ান শোনরে এখন ,
কলঙ্কিনীরাধা কৃষ্ণপ্রেমে পাগল হয়ে বুঝি গেছে নিধুবন ।


রাধা রাইবিনোদিনী হয়েছে কৃষ্ণপ্রেমে সে উন্মাদিনী ,
কৃষ্ণকলঙ্কের মালা গলায় পরিলো রাই বিনোদিনী ।
বস্ত্র থুইয়া ব্রজবালা যমুনার তীরে স্নান করিতে নামে
                                 যমুনার জলে ,
চিকনকালা বস্ত্রর হরণ করে রাখলো  তমালের   ডালে ।
বস্ত্র ফেলিয়া দাওহে কানাই  আমরা ঘরে ফিরে যাই  ,
লোকে  দেখলে বলবে মন্দ আমরা লাজে মরি  তাই ।
প্রেমের  পাগলিনী আমাদের শ্যাম সোহাগিনী ,
কালার সনে প্রেম করে হলো প্রেমের  কাঙ্গালিনী ।
কুলবতী কন্যা যে রাইবিনোদিনী  প্রেমের পাগলিনী ,
শ্যামনাগরের প্রেমে পড়ে রাধা হলো কুলটাকলঙ্কিনী ।


           ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
বিকাল - ৪ : ০০ টা ।
২৭ /১১ /২২ রবিবার  ।
কোলকাতা  ।