সুখের লাগি মরলে ছুটে সুখ মিলেনা ,
শ্রম অর্থ বিনে রে ভাই সুখ আসেনা ।
শ্রম বিনে কেউ কখনো হয়নাকো সুখী ,
আয়াস করে সুখ খোঁজে তার মত নেই দুঃখী ।


শ্রম করবি থাকবি ভালো পাবি সুখের নাগাল ,
শ্রম ছাড়া হয়না সুখ হবিরে সুখের কাঙাল ।
কুড়ের মত ধন হয়না বসে খাবি মিষ্টি মন্দ ভাল,
ঘুরে খাবি পেট ভরাবি তোর একি চরিত্রের হাল ।


পরের অর্থে শ্রমে বসে খেতে বড়ই লাগে সুখ ,
নিজে শ্রম করতে গেলেই হোসরে তুই পরাঙ্মুখ ।
পরের অর্থ বসে খাবি তার মতো নাই তো স্বর্গসুখ ,
রোজগার শ্রম করতে গেলেই  ধরেরে তোর রোগ ।
খাবো পরবো ঘুরে বেড়াবো অপরের অর্থে সুখ ,
না করি রোজগার না করি শ্রম করবো সুখ ভোগ ।


নাই লাজ নাই মান খাবার পেলেই আটখান ,
মনুষ্যত্বের অপমান নাই আদৌ মান সম্মান ।
নাই বিবেক বিবেচনা কর্তব্য দায়িত্ব ব্যক্তিত্ব হীন ,
নাই লাজ নাই সম্ভ্রম হ্যাঙ্লাপনা বসে খায় দিন দিন ।
জন্তুজানোয়ারের মত চরিত্র নাই চতুষ্পদ লেজ বিহীন ,
নাই আত্মসম্মানবোধ শয়তানের ডিপো বিবেক
হীন ।


মনুষ্য জন্ম লয়ে যদি না করিলি মনুষ্যের কর্ম ,
বৃথারে তোর মনুষ্য জীবন বৃথারে তোর জন্ম !
মনুষ্য জনম নয় যে রে ভোগ বিলাস তরে ,
কঠিন কর্তব্যময় জীবন হয় সবার উপরে !
          
       ******************
রাত্রি - ৮ : ৩৫ মিনিট ।
০৩ / ১২ / ২৩ রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।