কুয়াশার চাদর গায়ে -
ধরার দেহ মুড়িয়ে  ,
শীত এলো ধেয়ে ।


হিমেল  প্রকট বায়ে -
উঠলো ধরা নেয়ে ,
শীতল হিমেল ছায়ে ।


তপ্ত তপন কিরণ  
হলো হিমেল যখন ,
জপুথুপু শরীর তখন ।


কুয়াশা রোদের গায়
তাপও হিমেল হায়  ,
শরীরে কাঁপন ধরায় ।


উত্তুরে হাওয়া বয়
শীতের কাঁপন ধরায় ,
কাঁটা শীতে সারা গায় ।


জুপু থুপু শীতে গায়
লেপ কাঁথা মুড়ি দেয় ,
তবু শীতে কাঁপে হায়  ।


খাওয়া দাওয়ায় নেই আরাম
শুধু সবার পেটের ব্যারাম ,
নেই শুধু ব্যারামের আরাম ।


লম্বা শীতের রাত
শুয়ে শুয়ে গায়ে বাত ,
ফুরায়না শীতের রাত  ।


শীতের রাত্রি হয়না শেষ
সাদা কুয়াশায় সবুজ দেশ ,
শীতেতে দুর্ভোগের নেই শেষ ।


*******************
দুপুর - ১:৪০ মিনিট।
২৯ /১২ /২০২০ বুধবার।
কেরানিটোলা = মেদিনীপুর।