অত্যাচারে অত্যাচারে ব্যাথার কল্লোল ,
বসন্ত বিলাপে সেথা বহেনা হিল্লোল !
ব্যথিত হৃদয়ে মৃত্যু করে লুটোপুটি ,
মৃত্যুর স্বাদ নাই সব ক্ষীণ অতি !


যতদূর দৃষ্টি যায় সব হাহাকার ,
পাপ তাপ কুয়াচার অধর্ম একাকার !
নাই দয়া নাই ধর্ম শুধু লিপ্সা অহংকার ,
লুটপাট ক্ষুন ধর্ষণ ছিনতাই অনাকার !


মাথার সিথানে দাঁড়ায়ে মত্যু দেয় হাতছানি ,
তবুও নাই শঙ্কা নাই ভয় শুধু হানাহানি ,
অপমান অনাচার নাই লজ্জা অসম্মান জীবনী ,
ঘৃণিত জীবন যেন হয় নিত্য সবার বিবরণী !


হৃদয় ক্রন্দন রত তবু বুঝেও না বুঝে নিজকর্ম ,
সংযত নাই নাই সংকোচ নাই দ্বিধা নাই সুকর্ম !
পাপাচারে মরে নরে তবু ধর্মে না বিশ্বাস করে, মাতৃহন্তা সম পাপাচারে নারীর অসম্মান তরে !


মাতৃগর্ভে জন্ম যার নারীই তো জননী তার ,
তবে কেন দেয়না মান মাতৃ সমা রমণী মা'র !
পাপাচারে অভিষিক্ত নাই মুক্তি ধরণী ' পর ,
অসুর সম দুর্ভোগ ভোগে যেন মৃত্যু যন্ত্রনা তার !

       ******************
রাত্রি -১০ : ৩০ মিনিট !
১৭ / ১১ /২৩ শুক্রবার !
কোলকাতা !