অষ্টমীতে পূজব মাকে -
             মন্ডপে ,মন্ডপে ,
কলাবৌয়ের সাথে -
            পূজব সবাই দূর্গা মাকে !
দশ হাতে অস্ত্র ধরে -
              সাজেন দশভূজা ,
সবাই মিলে এসো ভাই -
                করি মায়ের পূজা !
সিংহারূঢ়া মহাদেবী -
              স্বর্নালংকার ভূষিতা ,
সাজিয়াছেন দশভূজে -
                  কোটীবস্ত্র পরিবৃতা !
  বসিয়া  মহিষাসুর -
                মা' র পদতলে ,
পুত্র ,কন্যা ,সঙ্গে লয়ে-
               মহিষমর্দ্দিনী এলে !
সিংহ পৃষ্ঠে মহামায়া -
             বামপদ খানি বক্ষোপরে ,
ত্রিশূল হস্তে শূলপাণী -
              বধিলেন মহিষাসুরে !
অষ্টমীতে মায়ের পূজা-
                চন্ডী পাঠ করে ,
মায়ের পায়ে অঞ্জলী দেয় -
                  সবাই ভক্তি ভরে !
পূজার পরে আরতী -
                 হয় সন্ধ্যা  বেলায় ,
পঞ্চ প্রদীপে ধূপে -
             আরতী সাজায় !


          ********
বিকেল - ৫:০১ মিঃ , কলকাতা
২৩ /০৯ /১৭ শনিবার  !