মায়ের  মতো  হয় কি তেমন  ,
          "মা" ডাকলেই মায়ের মতন ?
দশ মাস গর্ভে করে ধারণ ,
            মা আমারে দিলেন জনম ।
মা দশমাস গর্ভযন্ত্রণা সয়ে ,
            পৃথিবী 'পরে এলেন নিয়ে ।
বুকের  সুধা পান করিয়ে ,
               দেহ মন করলেন গঠন  ।
কেউ কি আর মায়ের মতন ,
              পৃথিবীতে হয়রে  আপন  ?
স্বার্থ ছাড়াই মা আমারে ,
              করেন যে আদর যতন ।
নিজের স্বার্থে করে যারা ,
              মায়ের চেয়ে অধিক যতন ।
যতক্ষন স্বার্থ থাকে তারা -
            মায়ের থেকেও হয় রে আপন ।
স্বার্থ ক্ষুন্ন হলে পরে ,
             ছেড়ে যায় যখন তখন  ।
মা যতই পড়ুক কষ্টে দুঃখে ,
         সন্তানের সুখ লাগি সব সহেন হাসি মুখে ।
        
                ******************


সকাল - ৭ :৩২ মিনিট ।
০৪ /০৭ / ২১ রবিবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।