( আঞ্চলিক ভাষা মিশ্রিত )


কালী পূজার দিনেতে
            ঢাক ,সানাই , এর সুরেতে
                         মায়ের পূজার রাইতেতে ।


পূইজব্য মাকে ভক্তিতে
               অঞ্জলী দিব পায়েতে  
                          জবা ফুল ,বেলপাতাতে ।


মন্তর  বইলব্যে পুরুতে
               জীব, চোখ দানের ক্ষনেতে
                               মায়ের ঘটে ,পটেতে  ।


চলনা যাব মন্ডপে
       পূইজব্য  মাকে একসাথে
                   গড় কইরব্য মাকে জোড়হাতে   ।


হোম হবে মায়ের সামনেতে
                   ঘি দিঁয়ে বেলকাঠেতে
                           চন্ডীপাঠের কালেতে ।


চলরে সবাই মায়ের থানে
                পূইজব্য মাকে মনে মনে  
                            বেলপাতা ,ফুল ,চন্দনে  ।


ধূপ ,ধূনা , পঞ্চপ্রদীপে ,
             মাকে কইরব্য আরতী
                     ঘরে ঘরে মঙ্গল দীপ
                                 জ্বাইলব্য সারা রাতি ।


সবার মঙ্গল করো মাগো
                  এই কামনা  মনে
                         তুমার কাছে জানাই মাগো
                                 এইটুকুই আমদের মনে

        💥💥💥💥💥💥💥🔥💥💥💥💥


সন্ধ্যা - ৭:৩০ মিনিট ।
৩১/১০/২০১৯ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।