( শিশুপাল বধ ) --


শিশুপাল জন্ম নেয় চেদীরাজ দমঘোষের ঘরে ,
বসুদেব ও কুন্তীর ভগিনী শ্রুতস্রবার উদরে ।
শিশুপাল কন্যা সে যে নকুল ঘরনী ,
' করেনুমতি ' কন্যা নাম নকুলের দ্বীতিয়া রমণী ।
কৌরব ও পান্ডবের যুদ্ধ বাধে মাঠ কুরুক্ষেত্র নাম ,
বর্তমানে কুরুক্ষেত্র ভারতের হরিয়ানায় অবস্থান ।


বিচিত্রবীর্যের দুই পুত্র পান্ডু ও ধৃতরাষ্ট্র  ,
পান্ডু কনিষ্ঠ আর  ধৃতরাষ্ট্র   জেষ্ঠ্য ।
ধৃতরাষ্ট্র ভার্যা গান্ধারী শত পুত্রের জননী ,
পান্ডুর দুই বিবাহ নাম কুন্তী ও মাদ্রী রানী ।
জন্মাবধি দুই চক্ষু অন্ধ ধৃতরাষ্ট্র ছিলেন ,
সেই কারণে পান্ডু প্রাপ্য সিংহাসনে বসেন ।


পান্ডুরাজা মারা যায় কূচক্রে পান্ডব যায় বন ,
জৈষ্ঠ্যত্তর ক্রমে সিংহাসনে বসে দুর্যোধন ।
হস্তিনাপুর রাজ্যে যখন ফিরে পান্ডবগন
কুরু পান্ডবের রন বাধিল তখন ।
কৌরব পক্ষ নেয় দ্রোণ,ভীষ্মাদি যোদ্ধাগন ,
পান্ডবদের পক্ষে শ্রীকৃষ্ণ রথের সারথী হন ।


শিশুপালও পক্ষ নেয় কৌরবদের ,
ত্রিনয়ন ছিল তার চারহাত ছিল আর ।
শিশুপাল বধলাগি শ্রীকৃষ্ণ পাঠালেন সুদর্শনচক্রেরে
বধ করে চক্র ফিরে আসে শ্রী কৃষ্ণের তর্জনী 'পরে ।


        ****************
বিকাল - ৪:২৭ মিনিট ॥
০৪/০৮/২০২০ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।