হস্তিনাপুরের রাজা বিচিত্রবীর্য নাম ,
উত্তর প্রদেশে মিরাট জেলায় এর অবস্থান ।
বিচিত্রবীর্যের পত্নী নাম সত্যবতী ,
ধৃতরাষ্ট্র ও পান্ডুর জন্ম দেন পুত্রবতী ।
জন্মাবধি জন্মান্ধ ছিলেন ধৃতরাষ্ট্র ,
সিংহাসনে তাই না হন উপবিষ্ট ।
কনিষ্ঠ পুত্র পান্ডু আসীন হন সিংহাসনে ,
রাজ্যপাট প্রজাপালন করেন সযতনে ।
পান্ডু রাজার দুই রানী মাদ্রী ও কুন্তী ,
পঞ্চপান্ডবদের জন্ম দেন দুই মহাসতী ।
শাস্ত্রমতে পান্ডু  পঞ্চপান্ডবের পিতা নাহি হন ,
পান্ডবদের ভিন্ন ভিন্ন পিতা শাস্ত্রের বচন ।
যুধিষ্ঠীর ভীম অর্জুন কুন্তী হন জননী ,
নকূল সহদেবের মাতা  মাদ্রী সতীরানী ।
যুধিষ্ঠীর প্রথম পুত্র পিতা  ধর্মরাজ নাম ,
দ্বীতিয় পুত্র ভীমসেন পিতা পবন মহান ।
তৃতীয় পুত্র অর্জুন পিতা দেব দেবরাজ  ,
অশ্বিনীকুমার ঔরসে জন্ম নকুল সহদেব যমজ ।  


         ***************
দুপুর - ১২:০৫ মিনিট ।
৩১ / ০৭ / ২০২০ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।