( মাতৃ দিবস উপলক্ষে "মাকে"শ্রদ্ধাঞ্জলী )


হৃদয় মাঝারে আছো মাগো তুমি
                      দেখিতে না পাই বাহিরে ,
অন্তরে তুমি সদাই বিরাজ
                      অনুভবে পাই তোমারে  ।
তোমার সর্প্শ পাই অনুভবে
                     স্নেহমাখা মুখ দেখি চোখ মুদে ,
মুখে হাসি রাশি শিয়রেতে বসি
             শান্তিতে ঘুমাই  তোমার কোলেতে ।


জননী জন্মভূমী মাগো তোমার কোলে ,
                 জন্ম নিয়েছি আমি বহুভাগ্য ফলে  ।
মাতৃভূমীর মাটি মাগো মায়ের সমান ,
                 পরশে হৃদয় নাচে জেগে ওঠে প্রাণ ।
শত দুঃখ ভুলে যাই তোমার পরশে ,
              পুন্যমাটি  অঙ্গে মেখে মন জাগে হরষে ।
কি মোহ মমতায় মাগো জড়ায়ে আছো মোরে ,
                  মায়ের গায়ের গন্ধ পাই তোমা'পরে।
বুঝালে অবুঝ মন বুঝেও বোঝে নাই  ,
                সর্বক্ষন খুঁজি তোমা দেখিতে নাপাই।
কতরাত্রি কতদিন অশ্রুনামে চোখে ,
           কত কথা কত ব্যথা বলার ছিল তোমাকে।
বলা হলোনা মনের কথা হারিয়ে গেলে তুমি ,
           তোমায় ছাড়া মনের কথা কারে বলিআমি।
যত কষ্ট দুঃখ বলার আগে বুঝে নিতে তুমি ,
             কেউ বোঝেনা মনের কষ্ট মনেই রাখি আমি ।
যেখানেই থাকো মাগো শান্তিতে থেকো ,
              তোমার আশীষ মাগো মম শিরে রেখো।


            🙏 🙏 ❤ 🙏 🙏 ❤ 🙏 🙏


সকাল -৮:১৮ মিনিট ।
১১/০৫/২০২০ সোমবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।