মহীন্দ্র  মহীধরে হেলিয়ে মাথা ,
গগনের সাথে কহে কথোকতা ।
নভোনীলে মহীধর কহিছে ডেকে ,
কোন সুদূরে তুমি ছেড়ে আছো আমাকে ।
দ্যুলোকেতে মেঘমালা ভেসে ভেসে যায় ,
তাহাদের কাছে ডাকে  নয়ন ইসারায় ।
জলধর তোমার ক্রোড়ে খেলে ভাসি ভাসি ,
তার সাথে প্রেমালাপ করে  মধুর হাসি ।
তারা শশী তপনে নিকটে তুমি ডাকো ,
আমারে কেন তবে দূরে সদা রাখো ।
বৃক্ষরাজে বনলতা জড়ায়ে রয় ধরে ,
তরুবর কহে প্রিয়ে কেন বাঁধ বাহুডোরে ।
তরুলতা আবেশে তারে জড়ায়ে ধরে ,
তরুবর সোহাগে আদরে কাছে টানে তাহারে ।
বৃক্ষরাজ কহে শোন ধ্বনী বনলতা প্রিয়া ,
মম অঙ্গে অঙ্গ জড়াও তুমি নিশ্চিন্ত হইয়া ।
যেমতি ক্ষিতিধর অঙ্গে অঙ্গ মিশাইয়া সাথে ,
তেমতি মহীরুহ দোঁহে রয় প্রেম ও প্রীতিতে ।
প্রভাকর প্রভা দানে স্থলে জলে আকাশনীলে ,
স্নিগ্ধ মধুর চন্দ্রপ্রভা শান্ত শীতল মহীতলে ।


   *********************
রাত্রি - ৮ : ১৭ মিনিট  !
২৭ /০২ /২২ রবিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !