শাল পিয়ালের বনেতে -
মহুল গাছের তলেতে  ,
মিঠে মিঠে রোদেতে -
বসেছে সবে আখড়াতে  ।


মহুল গাছের সিথানে -
বসে সবাই একথানে ,
ধামসা মাদোল বোলেতে -
নাচে সবে একসাথে  ।


সানাইয়ের মিঠে সুরে -
নাচছে সবাই হাতধরে ,
ঝুমকি,রুমকি,টগর ,টুসু -
নাচছে সবে ঝুমুরের সুরে  ।


বাঁশী বাজে ,সানাই বাজে -
মৃদঙ্গ বাজে ,বাজে পেখোয়াজ ,
সাজায়ে খোঁপা  শাল ফুলেতে -
ঝুমুর গানের তালে নাচে সবে আজ ।


" ওহে  শ্যাম  কানাইয়া -
বাঁশী দাও থামাইয়া  ,"
এই বলিয়া বৌ-ঝিয়েরা -
তালে তালে নাচে ঝুমুর নাচ ।


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


সকাল -৯:৩৫ মিনিট ।
১৩ /০২ /২০২০ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।