শাল পিয়ালের বন ,
হারালো হারালো মন ।
মহুল মহুয়া বনে বনে ,
মাতাল হাওয়া বনে মনে ।
মহুল ফুলের মধু পানে ,
অলি ধেয়ে যায় গুঞ্জরনে ।
অশোক পলাশ ফুলে ফুলে ,
মুকুলিত ডালে ডালে আম্রমুকুলে ।
কাঞ্চন  ডালে ডালে ,
সুশোভিত ফুলে ফুলে ।
আমলকি বনে বনে ,
ডাক দেয় কুঁড়ি সনে ।
কুঁড়চি ফুলের মালা ,
গাঁথে মালা  বনবালা ।
মধুপ ভ্রমরী সংগোপনে,
মিতালী দোঁহে ফুলবনে ।
মহুল মহুয়া বনে বনে ,
সৌরভ ছড়ায় আনমনে ।


×××××××××××××××××××
সকাল - ১০ : ০৫ মিনিট ।
১০ / ০৩ / ২৩  শুক্রবার ।
কোলকাতা ।