ছিলাম কোথায় এসেছি হেথায় যাবো কোথায় কে জানে ,
ফাঁকি দিয়া পরাণ পাখী উইড়্যা চলে যায় কোনখানে ।
কোথায় ছিলাম কিভাবে ছিলাম কিকরে এলাম এখানে ,
কেউ কি আমায় বলতে পারেন কোন মন্ত্রের যন্ত্ররে ।


মাকে আমি শুধাই যখন  কোথায়  ছিলাম কোথায় পেলি আমায় কোনখানে ?
মা শুনে কন হেঁসে কেঁদে জড়িয়ে আমায় বুকে বেঁধে ছিলি
                                            হিয়ার মাঝখানে ।
কত কষ্টের ফল তুই যে আমার আমার যাদু মণিক রতন ,
তোকে বুকে  জড়িয়ে ধরে আমি বাঁচবো সারাটি জীবন  ।


মায়ের  কোলে হেসে খেলে ছিলাম আমি আদরে যতনে ,
মায়ের মতো  মহামূল্য  আর নাইরে এই তিন ভূবনে  ।
জানিনা ছিলাম কোন অজানায় কে বেঁধে রেখেছিলো আমায় ,
তাই বুঝি মা বন্দি জীবন মুক্ত নিয়ে এলেন আমায় হেথায় ।


মায়ের ভালোবাসার মূল্য কিছুই হয়না দুনিয়ায় ,
মায়ের হাসি মুখ দেখলে যত দুঃখ কষ্ট দূরে যায় ।
সুখেই বলো দুঃখেই বলো শুধু একটি মহামন্ত্র "মা" ,
মায়ের মতন এমন আপন বল কেউ আরতো হবেনা  ।


মহামন্ত্র বীজমন্ত্র শান্তিরমন্ত্র মূলমন্ত্র শুধুই একটি মন্ত্র মা ,
মা বিনে এই ত্রিভূবনে কেউই আর এমন আপন হবে না ।


       ×××××××××××××××××××
বিকেল -  ৪ : ২০ মিনিট ।
১৯ /০১ /২৩ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর =  মেদিনীপুর ।