মন্দলোকের মন্দ কথায় মন্দ হয়েছি ,
তাতে আবার মন্দলোকের সঙ্গে রয়েছি ।
ভালো যদি হতে চাই তাতে মন্দ কি  ?
ভালোর মন্দ মন্দের ভালো এইতো বুজরুকী ।
মন্দলোকের মন্দ পথে যায়না মন্দ চেনা ,
মন্দ থেকে ভালো হতে সে পথ অজানা ।
মন্দ কাজ আর মন্দ কথা কইতে আছে মানা ,
আছে মন্দ পথে চলতে আর মন্দ কিছু শোনা ।
মন্দ দেখা মন্দ ভাবা আর মন্দ চির সঙ্গী ,
মন্দ লেখা মন্দ শেখা মন্দ চলার  ভঙ্গী ।
মন্দ লোকের মন্দ কথায় রেখোনা মুখ বন্ধ ,
তৎক্ষনাৎ কর প্রতিবাদ কথা যদি হয় মন্দ ।
মন্দ লোকর মন্দ কথার কর তীব্র প্রতিবাদ ,
মন্দেরা হলে অকৃতকার্য  করবে প্রাণ ঘাত  ।
আঘাতের পর আঘাত এলে আসবে প্রতিঘাত ,
তাতেও যদি এগিয়ে যাও জয় হবে নির্ঘাত  ।
মন্দলোকে মন্দ করে মন্দ ছাড়া ভালো করেনা  ,
হিতোপদেশ দিলে মন্দে ভালো কথা কানে তোলেনা ।


    ×××××××××××××××××××××××××××××
দুপুর - ১ : ৫৫ মিনিট ।
২৫ /১১ /২২ শুক্রবার  ।
কোলকাতা  ।