মন্দাকিনী বহে চলে কত দেশের উপরে  ,
শত শত পুন্যার্থী স্নান করে পবিত্র সে নীরে ।


বহিরায় মন্দাকিনী শিবের  জটা হইতে ,
ভগীরথ ভক্তিভরে  গঙ্গা আনেন মর্ত্যে ।


শাস্ত্রে কয় "গঙ্গা নামে সতা তার তরঙ্গ এমনি ,
স্বামীর স্বরূপা সে স্বামীর শিরোমণি "কয় সতীরানী ।


শিবজটা হইতে ভগীরথ করেন গঙ্গা আনয়ন ,
সেই হইতে গঙ্গা "ভাগীরথী ''নামে পরিচিত হন ।


ভূগৌলিক অবস্থানে হিমবাহের গোমূখী গঙ্গোত্রী হতে ,
উৎপত্তি স্থল থেকে  গঙ্গা প্রবাহিত হয় ভিন ভিন দেশেতে ।


সমভূমি অঞ্চলের উপর প্রবাহিত হয়ে চলে যায়  ,
বঙ্গোপসাগরে গঙ্গা মেশে গিয়ে বিভিন্ন নাম লয়  ।


প্রয়াগে মেলে গঙ্গা যেথা পূণ্য তীর্থ ধাম ,
কুম্ভমেলা হয় সেথা " ত্রিবেনী সঙ্গম"নাম ।


প্রয়াগে গঙ্গা যমুনা সরস্বতি মিলিত হয়
তিন নদী ,
ত্রিবেনীতে অন্তঃসলিলা বয়ে চলেছে
সরস্বতি !


ভিন্ন দেশে ভিন্ন নামে খ্যাত মন্দাকিনী ,
গন্ডকী জাহ্ণবী অলকানন্দা কয় সুরধনী ।


যেই গঙ্গা সেই পদ্মা সেই গোমতী যমুনা ,
দামোদর  ভাগীরথী  মহানন্দা  মেঘনা !


কত নামে গঙ্গা কত দেশে হয় পরিচিত ,
ভিন্ন নামে ভিন্ন দেশের উপর প্রবাহিত ।


            ×××××××××××××××
রাত্রি - ৮ : ৫০ মিনিট ।
২৪ / ০৩ / ২৩ শুক্রবার ।
কোলকাতা ।