ফাগুনের মোহনায়  কোন বসন্ত এসেছে হায় ,
ওঠ ছঁড়ি তোর বিয়ে বটে বর এলো ছাদনা তলায় ।
বর সাজে এলো বসন্ত সাথে সানাই বেলোয়ারী ,
ও ছঁড়ি তুই কনের সাজে পর বেনারসী শাড়ী ।
কপোলে চন্দন গলায় মালা টোপর মাথায় দিয়ে ,
দেখনা বর বসে সেথা ছাদনা তলায়  গিয়ে  ।
সেজেনে তুই ফুলের সাজে সুন্দরী ঊর্বশী ফুলপরী ,
ডুরে বেনারসী শাড়ী গয়না গায়ে ঝানী রঙ ঘাঘরী ।
বর  এলো বর এলো ঐ চতুর্দোলায় ছাদনা তলাতে ,
কনের সাজে সেজেনে সেজেনে আজ লগনের রাতে ।
ফাগুনে লগনের শেষে আসবে বর মিষ্টি মধুর হেসে ,
কনের সাজে সুন্দরী সেজে বসবি গিয়ে বরের পাশে ।
গরদের ধুতি পাঞ্জাবী গায় আসবে বর চতুর্দোলায় ,
কপালে চন্দন আঁকা বনফুলের মালা দোলে গলায়  ।
সাজো সাজো ওগো সুন্দরী কন্যা সাজো দিয়া মন  ,
তোমাকে আইলো নিতে তোমার মনের মানুষ এখন ।
সেযে তোর মনের মানুষ রাখিস যুই তাহারে হুঁস ,
আদরে যতনে রাখবে তোরে সেযেরে শ্রষ্ঠ পুরুষ  ।
বসন্ত যে ঋতুর রাজা এই ফাগুনের লগনে ,
সাজনা লো তুই কনের সাজে বিহা তারই সনে !
         ***************
দুপুর - ১ : ৩৩ মিনিট ।
২৮ / ০৩ / ২৩  মঙ্গলবার  ।
কোলকাতা  ।