কাব্যের ফুল ধরে মনের মুকুলে,
মুকুল হইতে কাব্য ঝাঁকে ঝাঁকে ফলে !
ছোট বড় কত কুঁড়ি ধরে যে হৃদয় নন্দনে ,
যখন যেটা বাঞ্ছা করে গাঁথি মালা অতি যতনে !


ছোট বড় কুঁড়ি দিয়ে ভাষা ছন্দ মাত্রা নিয়ে ,
নব নব গাঁথি মালা রঙ্গিন রঙ্গিন স্বপ্ন দিয়ে ।
অন্তরের অন্তঃস্থলে ফোটে ফুল আনন্দ দিয়ে ,
তুলি ফুল গাঁথি মালা মনের মাণিক নিয়ে ।


হৃদয় বাগান মাঝারে ফুটে ফুল চারিধারে ,
তুলি ফুল সাজাই ডালা মন ভরে থরে থরে ।
মনের মাণিক কাঞ্চনে শতদ্রু বেলাভূমি অঙ্গনে ,
ঝিনুক মুকুতা লয়ে গুছিয়ে রাখি আয়োজনে ।


হৃদয় খনি মন্দিরে হীরা পান্না চুনি গুছিয়ে ,
যতন করে রাখি তায় প্রয়োজনে নিত্যভরে ।


ভাষা মোর মাণিক রতন,ছন্দে শোভে অণুক্ষণ ,
মাত্রা এনে গাঁথি সুশোভন মালা সন্তর্পণ ।


মনের মুকুলে আজ ফুলে ফুলে ভরে যায় ,
তাহার সুরক্ষা হেতু বাগিচা খুঁজে যে তাই ।
ছড়ানো ছিটানো হিয়ায় নিতি নিত্য জমে যায় ,
মধুকর ধেয়ে আসে আচম্বিতে  থমকে দাঁড়ায় ।


         ****************
(সুইস পত্রিকায় পূজায় প্রকাশিত হয়েছে ।)
দুপুর - ১২ : ০০ টা !
২৩ / ০৫ / ২৩ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !