শীতের শেষে ভোমরা এসে বলল কানে কানে ,
বসন্ত যে এসে গেছে ফুল ফুটেছে ফুল বনে।
কৃষ্ণচূড়ায় ফুল ফুটেছে রঙ লেগেছে মনে  ,
ফাগুন হাওয়া বইছে ধীরে মিলন লগনে ।


সানাই বাজে শঙ্খ বাজে সাজে চর্চিত চন্দনে  ,
সাজো সাজো মালা চন্দনে কুসুমিত বনে ।
প্রেম পীরিতে ভালোবাসায় সাজে বনবীথি সুন্দরী  ,
সেথা মধুপান লোভে গুনগুন গুঞ্জে ভ্রমর ভ্রমরী  ।


কুসুম কাননে পাপড়ি মেলে মধুপে ডাকে ফুলকলি ,
গুন গুন গুনজে কুঞ্জে কুঞ্জে ধেয়ে আসে অলি  ।
সূর্যমুখী পাপড়ী খুলে চেয়ে থাকে সূর্যের পানে ,
হৃদয় খুলে গোপন কথাটি কি যেন বলে তার সনে ।


ফাগুনে ফাল্গুনী হাওয়া করে  শুধু আসা যাওয়া ,
মধুপানে মিলন ক্ষণে জাগে হৃদয়ের চাওয়া পাওয়া ।
পলাশ রাঙা শিমুল রাঙা রাঙা কৃষ্ণচূড়ার বন ,
ফাগুনে হৃদয় রাঙে লজ্জায় রাঙে বধূর মন ।


রামধনু রঙ পাখনা মেলে প্রজাপতি মন ,
বসন্তে ফাগুয়া রাঙে ভালোবাসায় বঁধূয়ার জীবন ।


   ×××××××××××××××××××××××××××××××
দুপুর - ১ : ২০ মিনিট ।
০৩ /০১ /২৩  মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।