এ মন মন্দির মাঝে ,
প্রিয় মুরতি সদা বিরাজে ।
পূজি নিত্য সকাল সাঁঝে,
ওহে প্রিয় থেকো কাছে ।


প্রেম প্রীতি ভকতি চন্দন ,
তব পদে মন করেছে অর্পণ ।
করি নাথ রাঙা চরণ বন্দন ,
ওহে মা দেবকীর নন্দন ।


এসো প্রিয় এসো  কাছে ,
বিরাজা গো মন মাঝে  ।
হেরি হিয়ায় নিত্য রাজে ,
সুন্দর অনন্ত রূপ সাজে ।


তোমায় আমি বসি ভালো ,
দাও চক্ষে জ্ঞানের আলো ।
তব চরণে ত্রিভূন লুটালো ,
সূর্য্য চন্দ্র গ্রহ শ্রীপদে নমিল ।


তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী ,
মনোময় মনোহর রাশবিহারী ।
যশোদার নয়নমণি যশোদাদুলাল ,
ছন্দে ছন্দে নাচো ছন্দদুলাল ।


××××××××××××××××××××××××
বিকাল - ৩:৫০ মিনিট।
০১ / ০৩ / ২৩ বুধবার ।
কোলকাতা ।