মানব জনম অতি দুর্লভ জনম ,
অনেক সুকৃতির ফলে এই জীবন ।
কত জন্ম বিফলে কাটে মনুষ্য জনম,
এই জন্ম লভে কর তুমি কর্তব্য পালন ।


মাতৃ জঠরে ভ্রুণরূপে লভিলে আশ্রয় ,
দৈনন্দিন তিলে তিলে সেই ভ্রুণ বড় হয় ।
ন'মাস দশদিন ধরে পরিপূর্ণ হয় দেহ ,
গর্ভে যেদিন চক্ষুখুলে আঁধার গর্ভ গেহ ।


ধরাপরে জনম লভিল পূর্ণাঙ্গ রূপে মানুষ ,
ধীরে ধীরে বাড়ে শিশু ক্রমে বাড়ে তার হুঁশ ।
মাতৃস্তন্য সুধাপান করে বাড়ে ক্রমে বয়স ,
যত বড় হয় তত চিনে শিশু আপন মানুষ ।


বিছানায় শুয়ে যখন তুমি খিদায় কেঁদেছিলে ,
শত কর্ম ফেলে মা এসে তুলে নিলে কোলে ।
যখন তুমি খিদা পেলে মা মা বলে ডেকেছিলে ,
তখন মা কোলে করে স্তন সুধা পান করাইলে ।


ক্রমশ বাড়ে শিশু ততই দায়িত্ব বৃদ্ধি হয় ,
ধীরে ধীরে লেখাপড়া দায়িত্বপূর্ণ জীবন হয় ।
লেখাপড়া শেষ করে উপার্জনের চিন্তা সদাই  ,
ক্রমে আসে সংসার মাতা পিতার কর্তব্যের দায় ! ।


মানব জন্ম হয় শুধু সুখভোগের জন্যে নয় ,
কঠিন কর্তব্য জীবন শিরোপরি সদাই রয় ।
কত জনমের পূণ্যফলে মানুষ্য জনম হয় ,
জীবনে সুকর্ম পরোপকার তরে মানব জন্ম হয় ।


             *************
সন্ধ্যা - ৫ : 0২ মিনিট ।
২৫ / ১২ / ২৩ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।