অবলাকান্ত ড্রয়িং এ বসে ,
এসট্রেটাকে রেখে পাশে,
ডাগর চোখে চেয়ে ,
কি দেখে মন দিয়ে  ।


হিসাব খাতায় লিখে রাখে সাজিয়ে ,
সযতনে সব কিছু গুছিয়ে -
মাংসের আয়োজনে ভাঙে বিয়ে ?
এলেম তাকে বুঝিয়ে ।


অবলাকান্ত ভালই পাত্র ,
ঘটক বলেছে যত্র তত্র ,
শুধু  বিয়ের আসরে রেগে গিয়ে ,
সাজ গোজ দিল ঘুচিয়ে  ।


আত্মীয় ভেবে লোকে এলো তেড়ে ,
লাঠি  সড়কি  সব নিয়ে ,
নিরজনে অবলাকান্ত অসহায় হয়ে  ,
প্রাণের ভয়েতে উঠে চেঁচিয়ে  ।


গাঁজার নেশা চটে গেলো তার ,
মাথা গেলো গুলিয়ে  ,
"হে মা তারিণী " আর ক'টা দিন পার কর মাগো ,
রক্ষা কর মোরে বাঁচিয়ে ।


**************
বিকাল - ৩ :৪০ মিনিট ।
০৫ /০৭ /২১ সোমবার  ।
রবীন্দ্রনগর =মেদিনীপুর  ।