মা'তো মা'য়েই হয়
         জগতে মা'য়ের তুলনা না হয় ,
মা'র ভালোবাসা নয় নকল ভালোবাসা
         নির্ভেজাল ভালোবাসার কোথাও নেই আশা ।


মায়ের মতো আরতো ভালোবাসবে না কেউ আর ,
মা'যে আমার ক্লান্তি নাশা ভালোবাসার  আধার ।
আঁধার ঘরে মা'যে আমার পূর্ণ চাঁদের আলো  ,
রোগ শয্যায় ক্লান্ত দেহ বাসবেনা কেউ ভালো  ।


রোগ শয্যায় অন্ধকারে কে জেগে রয় পাশে ,
সবাই যখন ঘুমিয়ে পড়ে মা'র চোখে না ঘুম আসে ।
একলা রাতের অন্ধকারে কপোলে দিয়ে চুমো ,
বলেন সোনা আমার মাণিক আমার একটুখানি ঘুমো ।


আমার মুখ দেখলে পরে মা সকল বুঝে যায় ,
সেই সে মায়ের ভালোবাসা পাবো আর কোথায় ।
যখন আমি বাড়ী ফিরি বাড়ীর আশে পাশে ,
তখন যেন আমার মায়ের গন্ধ ভেসে আসে ।


সবার সেরা প্রিয় বন্ধু সে যে আমার মা ,
মাকে বিনে আমার মুহূর্ত যে কাটে না  ।
কিযে খেতে ভালোবাসে সেতো মা'ই জানে ,
তাই মনের মতো ভালো খাবার রাঁধে আমার জন্যে ।


মায়ের নরম কোলে যখন শান্তিতে ঘুমাই ,
এতো নিরাপদ শান্তির স্থান কোনখানে নাই ।
যখন আমি চিন্তামগ্ন সদাই মনে ভাবি ,
প্রেরণা যোগিয়ে বলেন সোনা সবই তুই পারবি ।


卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐
সন্ধ্যা = ৭ : ২৫ মিনিট ।
২৪ /১১/ ২২ বৃহস্পতিবার ।
      কোলকাতা ।