মাতৃ গর্ভে ভ্রুণরূপে জন্মিবার কালে ,
মাতৃ বক্ষে শিশুখাদ্য আপনি সৃষ্টি হলে ।
মাতৃ স্তন পান করে গেল শিশুকাল ,
প্রকৃতির দান ফল ফুল অন্ন খাই চিরকাল ।


প্রকৃতি মা নয় যেগো কোনকালে কৃপণা ,
আজীবন ফল ফুল বায়ু জল দেয় শষ্যকণা ।
মা জননী যত কিছু সঝ্য করেন আদর আব্দার ,
প্রকৃতি সয়ে থাকে যত কিছু অন্যায় অত্যাচার ।


শিশুকালে মল মূত্র ত্যাগ করি মাতৃ ক্রোড়ে ,
মাটির 'পরে যতকিছু কূআচার করি অকাতরে ।
সব অপরাধ মুখবুজে সয়ে নেন মা জননী ,
যত অপরাধ ক্ষমা করে বুকে টেনে নেন তক্ষনি ।


মায়ের সোহাগ স্নেহ মমতার মূল্য হয়না কখনো ,
শিশুকালে মাতৃহারা যার তার বিফল জনম ও ।
মা নাই ঘরেতে যার গৃহ নয় সে কারাগার ,
শূন্যময় গৃহ তার হেরে চারিদিক অন্ধকার ।


মা'র মত দরদী আর কেউই নাই দুনিয়ায় ,
জন্মভূমির মত শান্তি সুখ পাবেনা এই দরিয়ায় ।


      ×××××××××××××××××××××
দুপুর - ২ : ৩৮  মিনিট ।
১৭ / ০৩ / ২৩ শুক্রবার ।
কোলকাতা ।