ওগো আমার মাতৃভূমি মা--
তোমায় ছেড়ে থাকতে আমার মন যে মানেনা !
তুমি আমার রয়েছো গো রন্ধ্রে রন্ধ্রে মিশে ,
রয়েছো  মোর দেহের সনে মিশে রক্তে রসে !


মাতৃভূমি ,জন্মভূমি ,জননী সমান ,
দেহ মন দানিয়েছো ,দানিয়েছো প্রাণ !
সবই আছে ,কিছুনেই মনে হয় ,
নিশিথে পরাণ মম শুধু জেগে রয় !


সুইজারল্যান্ড পাহাড় , বনান্তরাল ,সুন্দর পটভূমি ,
মনেতে জাগাও আনন্দ ,জুড়াও চোখ ,মন ভরাও তুমি !
স্বর্গ প্রতিমা তুমি ,স্বর্গধাম কয় ,
তোমা'পরে  দিয়ে পা ,শুধু ভয় হয় !


তোমারে হেরিলে হৃদয় যায় ভরে ,
বুঝিতে পারিনা তবু কেন নাহি মন সরে !
সদা মনে জাগে ভয় অসুস্হ হই পাছে ,
বিদেশ ,বীরভুঁইয়ে এসে ,প্রাণ নাহি বাঁচে !


হৃদয় মধ্যেতে মোর মাতৃভূমির ছবি ,
করে সদা ঝলমল ,মনেপড়ে  সবই !
মাতৃভূমি ,জন্মভূমি ,জীবন জুড়াও তুমি ,
তোমাকে জানাই মাগো সতত প্রণমি !
আমার হৃদয় মাগো নেছ তুমি কেড়ে ,
তাইতো তোমার মোহে হৃদয় আছে ভরে  !


     ☆☆☆☆☆☆☆☆☆☆☆


সন্ধ্যা - ৭ঃ১৫ মিনিট ,
০২ /০৯/২০১৮ রবিবার ,
অলটেন -সুইজারল্যান্ড !