মা ও মাটি দুজনেই নারী ,
দুই জনেই বিশ্ব সৃজনকারী ।
দুইই সৃষ্টি ও ধ্বংস করে ,
মা ও মাটি সৃষ্টি পালন করে ।


মা ও মাটি দুই মা'ই খাঁটি ,
মাটির টান মায়ের আদর
                  সমান দুটি ।
জন্মভূমির শান্তি স্বর্গসুখ সমান ,
জননী স্বর্গচেয়ে বড় হয় প্রমাণ ।


চিন্ময়ী মা করেন সন্তান লালন ,
মৃন্ময়ী জননী করেন সৃষ্টিকে পালন ।
ফল জল বায়ু অন্ন প্রকৃতি যোগান ,
স্তন্যপানে মাতা শিশুর বাঁচান পরাণ ।


ভ্রুণরূপে জন্ম নিলাম মাতৃ জঠরে ,
দশমাস দশদিন বেড়ে উঠি গর্ভ ভিতরে ।
যখন আমি জন্মনিলাম মাটির উপরে ,
আদরে সোহাগে মা নিলেন তুলে ক্রোড়ে ।


*************************
রাত্রি - ৮ : ১০ মিনিট ।
১১ / ০৩ /২৩ শনিবার ।
কোলকাতা ।