মধ্যবিত্ত বাঁচে শুধু আশায় আশায় ,
মধ্যবিত্তর জীবন কাটে শুধু হতাশায় ।
মধ্যবিত্ত বাঁচে শুধু সুদিনের অপেক্ষায় ,
সারাজীবন আশা নিয়েই জীবন কাটায় ।


মধ্যবিত্ত কল্পনার স্বপ্ন আঁকে দিনরাত ,
সুখের স্বপ্ন চোখে এঁকে জীবন করে পাত ।
তাদের স্বপন বুঝি প্রদীর নিচে ধিকিধিকি আলো ,
সারাজীবন ভেবে সারা সুদিন না এলো ।


মধ্যবিত্তের  জীবন নিত্যনিতুই  স্বপ্ন দেখা ,
মধ্যবিত্ত মানেই জীবন যুদ্ধে টিকে থাকা ।
মধ্যবিত্তের জীবনে হাজারও স্বপ্ন বলিদান ,
মধ্বিত্তরা মানেই জীবন যুদ্ধে লড়াই করে যান ।


মধ্যবিত্তরা জর্জরিত বহু সমস্যার অনলে ,
মধ্যবিত্তদের মানসম্মান মভনে ভাব প্রতিপদে দলে ।
মধ্যবিত্তরা স্থান নাহি পায় সব সমাজের  একত্রে ,
মধ্যবিত্তরা সম্মানহানি না হয় সেই সব পথে  ।


     ××××××××××××××××××××××××××
রাত্রি =  ৮ : ১১ মিনিট ।
১৬ /১০/ ২২ রবিবার ।
কোলকাতা ।