কাজল মেঘের সজল বায়
                  নীল অম্বরের সীমানায় ,
চমকি বিজরী খেলিয়া যায়
                  গুরু গুরু দেয়া ঘন গরজায় ।


কখনো চমকে কখনো গরজে
                 কখনো পবন ভয়ানক রোশে ,
কখনো বাদল মূখর বরষে
                 নদী নালা খাল সব জলে ভাসে ।


উড়ে যায় মেঘ নীল নভোনীলে
                 জলদ ভরে বারি সাগর সলিলে ,
tদমকি দামিনী ঝলকি অনলে
                 যেন প্রাণ ভয়ে চমকিলে ।


নীল আসমানে কালো মেঘ খেলে
                শ্যাম সনে রাধা খেলে অবলীলে ,
দুঁহু যেন দোঁহে জড়ায়ে ধরিলে
              যেন কৃষ্ণ সনে কৃষ্ণা প্রেমেতে মজিলে ।


ক্ষনেক বিজুরী ক্ষনেক আঁধারে
                  ধাঁধায় নয়ন কিছুই না হেরে ,
আঁধার হেরে বাহির চারিধারে
                    স্তম্ভিত হয়ে দাঁড়ায়ে দুয়ারে ।


          ***************************
দুপুর - ২: ১৫  .মিনিট ।
০৪ /০৬ /২১ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।