নীল আকাশে ভেসে চলে
               সাদা মেঘের ভেলা ,
সকাল -সন্ধ্যা যেন করে
               সাগর জলে খেলা !
বেয়ে চলে আ কাশ পথে
                বৈঠাখানি তার ,
কূল-কিনারা নেইকো কোথাও
                  এপার ওপার !
অনন্ত গগন মাঝে
                  যেন নীলাম্বর ,
শিখন্ডী  আকাশ মাঝে
                  তুলেছে পেখম !
মেঘের গুরু গুরু বায়
              যখন আকাশ মাঝে ,
পিকধর আনন্দেতে
              পেখম তুলে নাচে !
রিম্ ঝিম্ ,রিম্ ঝিম্,
                বাজে পাতারি ছন্দ,
শিখিরাজ নাচে আহা
                  মরি কি আনন্দ !
মেঘের গুড়ু গুড়ু যেন
                  বাজিছে মাদল ,
অশনি ঝলকিছে যেন
                  সোনার আঁচল !


              *******
রাত্রি -৮:২০ মিনিট ,
১৪ /০৩ /২০১৮ বুধবার !
        ডেবরা  !