মনোমন্দিরে জাগো মদনমোহন  ,
মম জাগ্রত নূতন নবীন প্রাণ ¡
মরণে জীবনে তুমি আছ হে গুণধাম  ,
মরণের পরে তব পদে পাই স্থান ¡


মোহন মনোহর মুরলীধারী ,
মথুরাধিপতি তুমি ব্রজবিহারী ¡
মানস চঞ্চল মম রাত্রি দিনে ,
মনে সুখ নেই প্রভু তোমা বিনে ¡


মোহনবেনু বাজাও তুমি ' জয় রাধে ' বলে ,
মজাও রাধার মন যমুনার কূলে ¡
মা যশোদার নয়নমণি ,তুমি হে গোপাল ,
মাতাও মথুরা ধাম ব্রজের রাখাল ¡


মিষ্টি সুরে বাজাও বাঁশী কদম তলাতে ,
মন মজিয়ে কাড় মন ,বৃন্দাবনেতে ,¡
মনের জ্বালা ,ওরে কালা ,কেন না বুঝিলে ,
মান কেমনে ভাঙাবো রাইয়ের মুখ ফিরায়ে রইলে ¡


মহাদেব মহাকাল ভৈরব মুরতি ,
মহারূদ্র রূপ ধরে দেহত্যাগে সতী ¡
মহামতি দেবতা-অসুর করে সমুদ্র মন্থন ,
মুখ হইতে বাসুকীনাগের বিষ হয় উদগীরন ¡
মহেশ্বর সে বিষ করেন কন্ঠে ধারণ ¡
মহেশের নীলকন্ঠ নাম হয় সেই কারণ ¡


মৃতুঞ্জয় নাম ধর ,মৃত্যুকে জয় করে ,
মত্ত হইয়া মাতালে ,নটনৃত্য করে ¡
মৃদঙ্গ ,ডম্বরু ,বাজে ,নাচে মহাকাল ,
মহীয়ান দেবগন পূজে  পদতল ¡


             ********
বিকেল -৫:৩০ মিনিট ,
০১ /০৫/২০১৮ মঙ্গলবার !
           ডেবরা !