বাঁশের বাঁশীর সুরে সুরে ,
মাদল ধিতাং ধিতাং বোলে ।
মহুয়া সুন্দরী সাজে বনফুলে ,
কোমর দুলিয়ে নাচে মহুল তলে ।


মাতাল হাওয়া বইছে বনে ,
মহুয়া  ফুলে মধু আছে জমে ।
গন্ধে মাতাল হলো কালো মেয়ে ,
শালফুলে খোঁপায় বাহার দিয়ে ।


নয় সেতো কাঞ্চন বর্না ,
তবু রূপে সে অতি অনন্যা ।
দেহে তার যৌবনের  বন্যা ,
রূপসী কুঁচ  বরণ সে কন্যা ।


অধরে মধুর মধুর  হাসি ,
নয় সুন্দরী অপরূপ রূপরাশি ।
কাজল নয়না নয়নে খুশীরাশি ।
নাই রূপ তবুও সে ঊর্বশী  ।


মহুয়া গাছের মহুল তলে ,
শাল পিয়ালের ঘন জঙ্গলে ।
জবা গুঁজে সুজন চাঁচর চুলে ,
নাচের গানের জলসা চলে ।
    ×××××××××××××
দুপুর - ১২ : ০৬ মিনিট ।
২৩ / ০৩ /২৩ বৃহস্পতিবার ।
কোলকাতা ।