আহা কিবা মনলোভা দৃশ্য মনোহর ,
ফুলে ফলে জলে স্থলে অপূর্ব সুন্দর ।
লতায় পাতায় গুল্মে ঘেরা বনভূমি ছায় ,
কত শত তরুবর উঁকি ঝুঁকি পাহাড় চূড়ায় ।
কত নদ নদী ঘিরে তোমায় বসুন্ধরা ,
পাহাড় বেয়ে ঝর্ণা নাচে যেন স্বর্গের অপ্সরা ।
কতরূপে কত রসে সাজিছ মাগো জননী ভারতী ,
বর্নন না যায় দৃশ্য মনে জাগে মনোরম গীতি ।
সবুজে সবুজে ঘেরা বিস্তীর্ন  শ্যামলীমা ,
নয়ন ফেরাতে নারি সম্মুখে ভাসে অপরূপ মহিমা ।
সবুজ ক্ষেতের আলের পথে বাউল গান গেয়ে যায় ,
মেঠো সুরে রাখাল ছেলের বাঁশের বাঁশী বাজায় ।
দীঘির জলে পদ্ম শালুক কিবা শোভা পায় ,
মরাল জলে সাঁতার কাটে মরালী পিছে  ধায় ।
বাঁশ বাগানে দোলনা বেঁধে দুলছে ছেলের দল ,
নদীর ঘাটে কলসী কাঁখে বৌ ঝিয়েরা আনতে চলে জল ।
পশ্চিমেতে সূয্যি ঢলে অস্তমিত পাহাড় কোলে ,
বাঁশ বাগানের মাথার উপর একফালি চাঁদ খেলে ।
অস্তরাগে আবীর খেলে ঊর্মিমালা নদীর জলে,
কাশের বনে ঢেউ খেলে যায় কি যেন হিল্লোলে ।
গৃহস্থের ওই বৌ ঝিয়েরা সাঁঝের বাতি দেখায় দ্বারে ,
রাখাল বালক গো-পাল নিয়ে ফিরছে গোয়াল ঘরে ।