মাতৃভাষা ,মুখের ভাষা ,
               হৃদয়ের ভালবাসা ।
মাতৃভাষা ,বাংলাভাষা ,
            মোদের গর্ব ,মোদের আশা ।
মাতৃভাষা ,বাংলাভাষা ,
             মোদের শান্তি , ক্লান্তি নাশা ।


  ২১ শে ফেব্রুয়ারী ,মাতৃভাষা আমাদেরি ,
                              হয় জিতি নয় হারি ।
  আন্দোলনে এগিয়ে এলো ,
                            যুব ছাত্র সামিল হল ।
  ১৯৪৭ সালে বাংলাভাষা --
                      রাষ্ট্রীয় ভাষার সমর্থনে ।
  ছাত্র যুবক এগিয়ে এলেন ,
               আন্দোলনে জনে জনে ।
পুলিশের বিক্ষিপ্ত গুলিতে ,
              কত ছাত্রদের হল প্রাণ দিতে ।


শহীদ মিনারের পাদদেশে ,
            রক্তের প্লাবনে যায় ভেষে ।
বাংলাভাষা  ,মাতৃভাষা ,
             রাষ্ট্রভাষা মর্য্যাদার লাগি ,
কত ছাত্র শহীদ হইল ,
                হইল আত্মত্যাগী  ।
২১ শে ফেব্রুয়ারী ,শহীদ দিবস ,
                আন্তর্জাতিক ভাষা দিবস ।
শহীদের আত্মা অমর  থাক্ ,
                       প্রাণে মনে সবারই ।
বাংলাভাষা সোনার খনি,
                   মাতৃভাষা মোদের প্রাণই  ।
মৃত্যুকে পরোয়া করিনি ,
           মাতৃভাষা ,বাংলাভাষা ,বেঁচে থাক চিরদিনই ।


                  🚩🚩🚩🚩🚩🚩


বেলা -১০:২২ মিনিট ,
২১/০২/২০১৯ বৃহস্পতিবার ।
কেরাণীটোলা  = মেদিনীপুর ।