মোহময়ী রমণী নয় শুধু সে ভোগ্যা রমণী ,
রমণী একাধারে জায়া জননী ভগিনী নন্দিনী ।
সেই তো পরম প্রেয়সী ভার্যা  অঙ্কশায়িনী রমণী ,
ত্রিলোক সৃষ্টিকারিনী স্বর্গ মর্ত্য পাতাল পালিনী ।


যেই দুর্গা সেই কালী তারা ভূবনেশ্বরী নৃমুন্ডমালিনী ,
রমণী শখের নয় নারীই জন্মদাতৃ ত্রিজগৎ পালিনী ।
নন্দরানী রমণী মা যশোদা শ্রীকৃষ্ণ প্রিয়া রাধারানী ,
নারীই ধরিত্রীমাতা নরলোক ভূভাগ পালিতা জননী ।


নারীই গিরিজা শিবা দয়া শৈলেন্দ্র নন্দিনী সতীরানী ,
সেইতো দেবী দুর্গা সরস্বতী লক্ষ্মী দূর্গতি নাশিনী ।
ক্ষমা রমা উমা শক্তি ভক্তি ত্রিনয়নী জননী ভবতারিনী ,
দুঃখহরা  ক্ষমাদাতৃ শিবানী ভবানী  ত্রৈলক্যতারিণী ।


বিপদতারিণী নারী শক্তিপ্রদায়িনী ভীমা ভবভয়নাশিনী ,
ত্রৈলক্য পূজিতা নারী কালি  কপালিনী জগৎজননী  ।
দনুজদলনী নারী শৈলেশ্বরী মহেশপ্রিয়া গনেশ জননী ,
মা মেনকার আদরের দুলালী কুলকুন্ডলিনী দুর্বৃত্ত হারিনী ।


   ************
বেলা - ১১ :৪২ মিনিট !
১০ / ০১ /২৪ বুধবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !