জন্মে  ছিলাম মায়ের কোলে জীবন হলো সুরু ,
জীবন পথে চলতে গিয়ে বিঘ্ন বাধা আসে মুহুর্মুহু ।
জন্ম থেকে বড় হলাম মায়ের কোলে স্নেহ মমতায়  ,
অনেকে নকল সোহাগ করে বলে মাণিক আয় ।
মায়ের স্নেহ ভালোবাসার ঋণ যায়না করা শোধ
মায়ের আমার ভালোবাসা বাধা বিপত্তি করে প্রতিরোধ ।
কত শত গর্ভ যন্ত্রণা সয়ে মা আমায় গর্ভে ধরিলেন ,
প্রসব যন্ত্রণা পেয়ে আমায় পৃথিবীর আলো দেখালেন ।
মায়ের নিঃস্বার্থ ভালোবাসার মত জগতে আর নাই ,
দুনিয়াতে স্বার্থ নিয়ে ভালোবাসে অন্যরা সবাই ।
মা'যে আমার সকল দুঃখ কষ্টের সান্ত্বনা  ,
মা'র হাসি মাখা মুখ দেখে দুঃখ কষ্ট থাকেনা ।
যখন না ছিল আমার নড়িবার শক্তি বল ,
ক্ষিদে পেলে শুধুই আমি কেঁদেছি কেবল ।
আদরে যতনে  নিতেন মা আমায় কোলে ,
চুমু খেয়ে স্তন্য দুগ্ধ পান করাতেন বুকে তুলে   ।
জন্ম হইতে  মা'র কোলে হেসে খেলে হইলাম বড় ,
তখন হইতেই জীবন পথে হাঁটা সুরু দিনে দিনান্তর ।
জীবনের সারা পথ পাড়ি দিয়ে পৌঁছালাম শেষ পথে ,
মরণ শমন দূত  দাঁড়ালো আসিয়া  শিয়রে সাক্ষাতে ।
মৃত্যুর সাথে সাথে শেষ হয় সকল  চাওয়া পাওয়া চলা ,
জীবন ফুরিয়ে যায় নিথর দেহ পড়ে থাকে হয় অবলা ।
জন্ম হইতে জীবন  সুরু মৃত্যুতেই হয় শেষ ,
মৃত্যুর পরে কিছুই আর থাকেনা অবশেষ ।


    ×××××××××××××××××××××××××
বিকাল - ৩ :০০ টা ।
২৭ /১২ / ২২ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।