মুক্ত সূর্য, চন্দ্র ,উদয় মুক্ত আকাশে ,
মনের কোণে মুক্ত আশা বাসা বাঁধে সে ।
মুক্ত আকাশ,মুক্ত বাতাস ,মুক্ত বিহঙ্গ ,
মুক্ত নদী ,মুক্ত সাগর ,মুক্ত তরঙ্গ।
খেয়াল খুশী ধায় যে সেথা মানেনা বাধা ,
মুক্ত ভাবে চলে তারা মুক্ত সর্বদা ।
মুক্ত বনের ,মুক্ত মনের ,মুক্ত আকাশে ,
মুক্ত মনের মন ময়ূরী পেখম তুলে নাচে ।
মুক্ত বনের মুক্ত পাখী ,মুক্ত ভাবে উড়ে ,
মুক্ত গাছের পাতাগুলি মুক্ত ভাবে নড়ে ।
হন্যে হয়ে মুক্তো মাণিক খুঁজি মনের মাঝে ,
ঝিনুক তুলে মুক্তো আনি সাগরের জল সেঁচে ।
মুক্তিরাম  মুক্তো বেচে মুক্তার পাড়ায় ,
মুক্তিরানী মুক্তো কেনে সেথা ষোল আনায় ।


          🏉🏉🏉🏉🏉🏉🏉🏉🏉


রাত্রি -৯:৪০ মিনিট ,
০৪/০৪/ ২০১৯ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।