এসেছে এসেছে  চৌদ্দশ'   আঠাশের নূতন বছর,
দিচ্ছেসবে উলুধ্বনি বাজে শাঁখ বাজে ঢাক বাজে ঝাঁঝর।
ঘরে  ঘরে ধূপ জ্বালে ধূনো দেয় দেয় ঘৃত বাতি ,
জবাপুষ্প তুলসী ও বিল্বপত্রে পূজে গনপতি ।
নববর্ষে নব আনন্দ নাধরে  ধরা'পরে ,
ফল মিষ্টি নাড়ু নিবেদন করে উপচারে ।
দোকানে দোকানে গনেশ পূজা করে হালখাতা ,
সবে আসে দোকানেতে করে কত কেনা কাটা ।
কি আনন্দ কি আনন্দ রে ভাই শহরে গ্রামে গঞ্জে ,
নব উদ্যমে সবে জগদ্ধাতৃ আর গনপতি পূজে  ।
এসো গজানন সিন্দুর বরণ পূর্ণকর মনস্কামন ,
পূজি তোমায় মুষিকবাহন দুঃখ কষ্ট  করহে মোচন ।
ওহে খর্বাকৃতি পূজি তোমায় গনপতি দূর কর দুর্গতি ,
এসোহে বিঘ্নবিনাশন স্থূলতনু    দাও সবে সুমতি ।
দ্বিচতুর্দশ বর্ন ভূষিতাঙ্গ ,শশি সুর্যাগ্নি বিলোচন সুরেশম্ ,
অহি ভূষিত কন্ঠমক্ষসূত্রম ,প্রময়েতম হৃদয়ে গনেশম ।
            *******************  
বিকাল - ৫ :৫৮ মিনিট।
১৫/০৪/২১ বৃহস্পতিবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর।