চৈত্র মাসের শেষ তারিখে ,
তপ্ত তেজে তপন থাকে  ।
নূতন রঙে নূতন বেশে ,
সূর্য্য রাঙে রুদ্র  রোষে ।
সূর্য্যদেবের নূতন আলো ,
মূছে যাক পূরাতনের কালো ।


নূতন সকাল আসুক নিয়ে ,
নূতন রঙীন প্রাণের আলো ,
ভোরের পাখীর মিষ্টি ডাকে ,
নূতন প্রভাত ঘুম ভাঙালো ।


চৈত্র শেষে চৈতি হাওয়া ,
করছে শুধু আসা যাওয়া ।
পুরানো হারিয়ে নূতন চাওয়া ,
নব উদ্যমে  নবীন পাওয়া ।


নূতন বছর ডাকে আয় ,
নূতন লগন যায় বয়ে যায় ।
নবীন আহ্বান জাগে আকাশে ,
পুরানো ভেসে যাক বাতাসে ।


সব পুরানোই নয়কো খারাপ ,
কিছু জমানো কিছু আলাপ ।
সব নূতনই নয়তো ভালো ,
তবুও সবাই এগিয়ে চলো ।


নূতনেরে আহ্বান নাও করে ,
নব  উদ্যমে হৃদয় নাও ভরে ।
নূতন আশীষ মাথায় লয়ে ,
ভালো মন্দ সব নাও মানিয়ে !


প্রবীনে জানাও বিদায় সম্ভাষণ ,
নবীনে আহবান কর সু-স্বাগতম !

****************
রাত্রি - ৮ : ৩৫ মিনিট !
১৩ / ০৪ / ২৩ বৃহস্পতিবার !
কোলকাতা !