দশভূজা হয়ে নারী করে সংসার প্রতিপালন ,
সরস্বতীরূপে নারী করে বিদ্যা জ্ঞান বিনয় দান ।
লক্ষী রূপ ধরে নারী গুনে  সংসার করে মুগ্ধ ,
অন্নপূর্ণা রূপে ধরে নারী ভোজন করায় পরিতৃপ্ত ।
পার্বতী ধরে নারী বিপদে থেকে করে উদ্ধার ,
বিপদে পড়িয়া দূর্গা নাম যে লয় পাশে থাকে তার ।
কালী রূপে করাল বদনা শত্রু দমনকারী ,
মহিষমর্দ্দিনী রূপে ত্রিভূবন উদ্ধারকারী ।
রনরঙ্গিনী রূপ নারীর দুয়ারে বিপদে রনচন্ডী ,
তখন বুদ্ধি বল  ধরে নারী দুর্বার শিবশক্তি ।
দয়া মায়া স্নেহ প্রেম শ্রদ্ধা ভক্তি নারীতেই জনম ,
যে করে নারীর অপমান নিশ্চয় জেনো তার নরকে গমন ।
নারীর গর্ভে জনম লয়ে পৃথিবীর আলো যে দেখিল ,
সেই নারী জাতির অপমান অবহেলা ধর্মে না সহিল ।


      ×××××××××××××××××××××××××
রাত্রি = ৮ :৩৫ মিনিট !
১৬ /১০ / ২২ রবিবার !
কোলকাতা !