বৈশাখে তপ্ত দহন জ্বালা ,
সদাই গাত্র দহন  জ্বালা ।
নাই ঝড় ঝঞ্জা মেঘ বৃষ্টি ,
একি রূপ কালের অনাসৃষ্টি ।


বাইরে দহে যেন অগ্নি বৃষ্টি ,
এই প্রকৃতির কোপানল দৃষ্টি ।
কোন পাপে এত অনাসৃষ্টি ,
পড়লো কার এই কূ -দৃষ্টি ।


তপ্ত দহনে দগ্ধ হয় সব ,
এই কী কালের প্রভাব ।
ঝড় ঝ্ঞ্ঝা বৃষ্টির নাই উদ্ভব ,
নাকি ধরিত্রীর রোষের প্রভাব ।


প্রকৃতির ক্রোধানলে ধরায় খরা ,
নাই কালবৈশাখী শুধুই পাবক জ্বলে ।
বাইরে পাবক শিখা সম লু-বয়ে চলে ,
গৃহের বাহিরে যেন দেহ পুড়ে  অনলে ।


কোন কিছুতেই নাই রুচি ,
সবেতেই  কেবল অরুচি ।
ভালো মন্দ সবই অশুচি  ,
গরমে সবে কীভাবে বাঁচি  ।


আয় কালবৈশাখী ঝঞ্ঝা বৃষ্টি নিয়ে,
তপ্ত  ধরাকে শীতল করে দিয়ে ।
ঝর ঝরিয়ে বৃষ্টি ধরায় দে ভরিয়ে ,
এসো এসো কালবৈশাখী তাপ হরিয়ে ।
       ***********
রাত্রি - ৯ :২৮ মিনিট !
২৯ / ০৪ /২৪ সোমবার !
কোলকাতা !