এসো শঙ্খ , চক্র , গদা  , পদ্মধারী ,
মম হৃদয় মন্দিরে এসো গিরিধারী ।
নয়ন রঞ্জন প্রভু বিশ্বচারি ,
যশোদা নন্দন তুমি ভুবনহরি ।
জগজন মনোহরণ মনোহারি ,
রাধাপ্যারীর মন করেছো চুরি ।
ত্রিলোকেশ্বর তুমি মাখন চোরা ,
ব্রজের দুলাল তুমি বিশ্বহরা ।
অনাথ বান্ধব তুমি জগৎপতি ,
দুলোকে,ভূলোকে,প্রভু দাও সুমতি ।
কালিদহে তুমি কালিয়া দমন ,
বালিরাজে তরাইতে হয়েছ  বামন !
কালিরে ছলিতে তুমি কলকি অবতার ,
বিশ্বরূপ দেখাইলে যশোদা মাকে তোমার !
কংসের করিতে ধ্বংস যোগমায়া  হও ,
জন্মকালে  কারাগার মায়ায় ভরাও ।
তুমি ব্রহ্ম , পরাৎপর,রাম ,ত্রিপুরারী ,
তুমি ব্রহ্মচারি , তুমি যুগাবতারী  ।
গোঠের রাখাল তুমি গোঠে চরাও ধেনু ,
রাখালরাজা হয়ে বাজাও মোহন বেনু ।
যমুনা পুলিনে তুমি বাজায়ে  বাঁশুরী ,
গোপোঙ্গনার মন করিলে চুরি ।
আসন পেতেছি তোমার হৃদয় মাঝে ,
পূজিহে তোমায়  প্রভু সকাল -সাঁঝে ।
লীলাময় ওগো  হরি লীলা  বোঝা দায় ,
পাতকী উদ্ধার হেতু এসো হে ত্বরায় ।
গোলকে গোলক পতি ওগো  নারায়ণ ,
কৃপা করে মর্ত্যধামে কর আগমন ।


        **********
বেলা -১১:00 টা ,
২৫/০৯/২০১৮ মংগলবার ,
৭ই আশ্বিন , ১৪২৫
অল্টেণ - সুইজারল্যান্ড